মোঃ সজিব সরকার..! মানসিক সমস্যা (বয়স ২৭/২৮) নিখোঁজ

Description

মোঃ সজিব সরকার..! মানসিক সমস্যা (বয়স ২৭/২৮) নিখোঁজ ​গভীর উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, সিরাজগঞ্জ বাসিন্দা জনাব মোঃ সজিব সরকার গত ০৬/০৯/২০২৫.. সকালবেলা তাঁর নিজ বাড়ি থেকে চলে যাওয়ার পর আর ফিরে আসেননি। তাঁর সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করা হয়েছে, কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি। ​নিখোঁজ ব্যক্তির বিবরণ: ​নাম: মোঃ সজিব সরকার পিতা:মোঃ মাসুদ সরকার মাতা: রেহানা বেগম ​বয়স: ২৭/২৮ বছর ​বাসস্থান: সিরাজগঞ্জ জেলা কামারখন্দ থানা হালুয়াকান্দি গ্রাম। ​নিখোঁজ হওয়ার তারিখ ও সময়: ০৬/০৯ / ২০২৫, সকালবেলা। ​পরনের পোশাক: লুঙ্গি কালো.! শার্ট কিংবা খানিগা। ​যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁকে দেখতে পান অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তবে দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করে পরিবারকে সাহায্য করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। ​যোগাযোগের নম্বর: ০১৩৪৪২৯৪১৮৫

Attributes

Age Range (Year)

28


Body Type

Average


Disability

Yes


Height

5ft 4in - 162cm


Religion

Muslim


Skin Tone

Tan

Contact Details

Comments


  • Image

    No Comment Yet!

Add Comment

Related Reports