নিখোঁজের তারিখ: ২২/১০/২০২৫
নিখোঁজের স্থান: বাড্ডা, ঢাকা
🔹 নাম: মোঃ সানাউল্লাহ
🔹 বয়স: ১৪ বছর (সুস্থ স্বাভাবিক)
🔹 পিতা: রবিউল ইসলাম
🔹 ঠিকানা: গোয়ালডুবি, চরবাগডাঙ্গা,
চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ।
এই ছেলেটি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ঢাকায় রাজমিস্ত্রির হেলপারি হিসেবে কাজ করছিল, ঢাকার রাস্তাঘাট কিছুই চিনেনা।
গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকা বাড্ডা এলাকা থেকে নিখোঁজ হয়।
এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
যদি কেউ এই ছেলেটিকে কোথাও দেখে থাকেন বা কোনো তথ্য জানতে পারেন,
দয়া করে মানবিক কারণে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার একটি শেয়ারও তার পরিবারকে ফিরে পেতে সাহায্য করতে পারে।
01628608624
No Comment Yet!