নিখোঁজ জাহেদা বেগমের খোঁজে পরিবার | রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা থেকে জাহেদা বেগম(৩৫) তার বাপের বাড়ি রাউজান যাওয়ার পথে শুক্রবার সকাল ১১টার দিকে মানসিক সমস্যার কারণে গন্তব্য হারিয়ে নিখোঁজ হয়।
জাহেদা বেগম উপজেলার সরফভাটা ৭নং ওয়ার্ড পশ্চিম ভূমিরখীম হাজী এলাহী বক্সের বাড়ির মুহাম্মদ জসিম উদ্দিন স্ত্রী।
জাহেদা বেগমের স্বামী মুহাম্মদ জসিম নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলকে বলেন- আমার স্ত্রী শুক্রবার সকাল ১১টার দিকে তার বাপের বাড়ি রাউজান পরী দিঘি যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যান। পরে আমি জানতে পারি সে তার বাপের বাড়ী যায়নি তবে তার মানসিক সমস্যা রয়েছে। হয়তো মানসিক সমস্যার কারণে গন্তব্য হারিয়ে ফেলছে। সকলের কাছে অনুরোধ কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন দয়া করে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন: 01786233645
No Comment Yet!