নিখোঁজ-আব্দুর রহমান (৬ মাস)

Description

মাদারীপুরে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৬ মাসের এক শিশু চুরির ঘটনা ঘটেছে। মুহুর্তেই শিশুটিকে নিয়ে ইজিবাইকে করে দ্রুত পালিয়ে যায় বোরকাপড়া এক নারী। যা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬তলার শিশু ওয়ার্ডে ঘটে এ ঘটনা। ঘটনা তদন্তে এরইমধ্যে মাঠে নেমেছে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ। চক্রে জড়িত ধরতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বজনরা জানায়, তিনদিন আগে অসুস্থ দুইবছরের ছোটমেয়ে জামিলাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় মেয়ে জান্নাতকে খাওয়াচ্ছিল মা সুমি আক্তার। এ সময় গোলাপি রংয়ের বোরকাপড়া এক নারী আব্দুর রহমানকে কোলে তুলে নেয়। আদর করার জন্য হাসপাতালের বারান্দা নিয়ে যায়। মুহুর্তেই মায়ের চোখ ফাঁকি দিয়ে রহমানকে নিয়ে সটকে পড়ে সে। অনেক খোঁজাখুঁজিন করে না পাওয়া গেলে খবর দেয়া হয় থানা পুলিশকে। হাসপাতালের বাহিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৬ মাসের শিশুকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল ছেড়ে যাচ্ছে এক নারী। হাসপাতালে নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের। চুরি হওয়া আব্দুর রহমানকে উদ্ধারের এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। আব্দুর রহমানের মা সুমি আক্তার বলেন, ‘আমার আদরের সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে বুঝতে পারিনি। চোখের পলকেই এই ঘটনা ঘটেছে। আমি আমার আদরের সন্তানকে ফেরত চাই।’ মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, হাসপাতাল থেকে এক শিশুর ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরইমধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এই চক্রে যে বা যারাই জড়িত থাকুক সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এদিকে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল আমিনও। আব্দুর রহমানের বাবা সুমন মুন্সি সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার বাসিন্দা। ঠিকানা- মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার বাসিন্দা। যোগাযোগ- 01628608624, 01765597333

Attributes

Age Range (Year)

6 Month


Body Type

Average


Disability

No


Height

4ft 5in - 134cm


Religion

Muslim


Skin Tone

Fair

Contact Details

Comments


  • Image

    No Comment Yet!

Add Comment

Related Reports