• নাম: মোঃ আলোউদ্দিন
• পিতার নাম: মোঃ ফারুক
• মাতার নাম: মমতাজ বেগম
• স্থায়ী ঠিকানা: ভোলা, আলীনগর, বরিশাল।
• বয়স: ১৮ বছর
• উচ্চতা: ৫ ফিট ৮ ইঞ্চি
গত ১৮ তারিখ থেকে গুলশান এলাকা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বর্তমান পরিস্থিতির কারণে পুলিশ মহোদয়রা খুব ব্যস্ত থাকায় গুরুত্ব সহকারে এখনো দেখতে পারছেন না বিষয়টা।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের একটি ছোট শেয়ার বা তথ্য হয়তো একটি ছেলেকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।
📞 যোগাযোগ (বড় ভাই): 01735693668
No Comment Yet!