ছবির ছেলেটির নাম মো: রিফাত।
সে বরিশাল ভাটিখানায় অবস্থিত সুন্নিয়া মসজিদ হাফেজি মাদ্রাসার ছাত্র।
গত শুক্রবার (১২/১২/২০২৫ ইং) সন্ধ্যায়
ধুমচর, বায়লাখালী (চাঁদপাশা ইউনিয়ন, বাবুগঞ্জ উপজেলা) থেকে বরিশাল শহরে তার মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে সে বাসা থেকে বের হয়।
দুঃখজনকভাবে, সে মাদ্রাসায় পৌঁছায়নি ।
আমরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি।
এতে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন।
কেউ যদি কোনো স্থানে তাকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন,
তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি—
📞 যোগাযোগ নম্বর: 01974016792
No Comment Yet!