পরিবারের সন্ধান চাই
বর্তমান অবস্থানঃ খুলনা শহর
সবার কাছে মানবিক আবেদন
একজন মানসিক ভারসাম্যহীন বোন বর্তমানে খুলনা শহরে অবস্থান করছেন। তিনি নিজের নাম বা ঠিকানা কিছুই বলতে পারছেন না—শুধু এটুকু বলছেন, তার বাড়ি ঢাকায়।
তিনি আজ একা, হারিয়ে গেছেন আপন পরিচয়ের জগৎ থেকে, হয়তো তার মা-বাবা, সন্তান বা স্বজনরা এখনো আশায় পথ চেয়ে আছেন।
সমস্ত দেশবাসীর কাছে হৃদয়ছোঁয়া অনুরোধ—
দয়া করে ভালো করে ছবিটি দেখুন।
চিনতে পারলে দয়া করে যোগাযোগ করুন।
আপনার একটি শেয়ার হয়তো ফিরিয়ে দিতে পারে একজনকে তার প্রিয় পরিবারের কাছে।
যোগাযোগঃ 01856738801
No Comment Yet!