নাম: মোসাঃ রাজিয়া খাতুন
বয়স: মাত্র ৮ বছর
কিছুটা মানসিক ভারসাম্যহীন
পিতা: মোঃ জিয়া হক
মাতা: রুবি বেগম
ফুফু: শেফালী বেগম
ছোট ভাই: রুবেল আলী
ঠিকানা: রাজবাড়ী মাছপাড়া অথবা মাছ বাজার – এ ছাড়া আর সঠিক কিছুই বলতে পারছে না।
অসহায় ছোট্ট এই শিশু রাজিয়া এখন আমাদের মানবিক টিমের হেফাজতে নিরাপদে আছে, কিন্তু তার চোখে একটাই প্রশ্ন—
"আমার মা কোথায়? আমার বাবা কোথায়?"
তার মা বাবার খোঁজ করতে সবাই মিলে সহযোগিতা করুন।
একটি ৮ বছরের নিষ্পাপ শিশু আজ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পরিবারের স্নেহ ছাড়া।
হয়তো মা কাঁদছে তাকে খুঁজে, হয়তো ভাইয়ের মন ভাঙছে তাকে ছাড়া।
অথচ সামান্য একটি শেয়ার বা তথ্য তাদের পরিবারের সবাইকে আবার এক করতে পারে।
আসুন, সবাই মিলে এই ছোট্ট শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে চেষ্টা করি।
আপনার একটি পোস্ট শেয়ার, একটি তথ্য হয়তো ফিরিয়ে দেবে মায়ের কোলে হারিয়ে যাওয়া এই ফুলটিকে।
যোগাযোগ: ০১৭৬১-৭০৫৬১৮
No Comment Yet!