এই ছেলেটিকে কিছুক্ষণ আগে ঢাকা সাভার বাইপাস পাওয়া গিয়েছে। ছেলেটির নাম সুজন, বাবার নাম নাসির, মায়ের নাম সেলিনা। ছেলেটির ঠিকানা পাওয়া গেছে কুমিল্লা, কিন্তু স্থায়ী ঠিকানা কোন ভাবেই বলতে পারতেছে না, ছেলেটি ভালোভাবে কথা ও বলতে পারে না। যদি কুমিল্লার কোন ভাই এই ছেলেটিকে চিনে থাকেন দয়া করে ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করুন।
আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন, যেন ছেলেটি তার পরিবার ফিরে পায়।
যোগাযোগ: 01983-641840
No Comment Yet!