নামঃ রিয়াদ মৃধা, বয়সঃ ২৮ বছর, গায়ের রংঃ কালো, মুখমণ্ডলঃ গোলাকার। ১৭ জুন ২০২৪ ইং তারিখ, রোজ সোমবার রাত ৯ টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। এরপর আর বাসায় ফিরে আসেনি। বাসা থেকে বের হওয়ার সময় নিখোঁজ রিয়াদ মৃধার পরনে ছিলো নীল ছাপার লুঙ্গি এবং বেগুনি কালারের টিশার্ট।
নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজন এবং সকল পরিচিত জনের বাসাসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করা হলেও কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
রিয়াদ এর পূর্ণাঙ্গ ঠিকানা: রাজাপুর, রাজাপুর সদর ইউনিয়ন, রাজাপুর, ঝালকাঠি।
যদি কোনো স্বহৃয়বান ব্যক্তি রিয়াদ-এর সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত মোবাইল নম্বরে কল করে জানানোর জন্য অনুরোধ রইলো। মোবাইল নং: 01765-627476, 01915-400598 (নিখোঁজ রিয়াদের পরিবার)
অথবা নিকটস্থ থানায় যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
No Comment Yet!