তিনি বাড়ির ঠিকানা বলতে পারছেন না।
চট্টগ্রাম মীরসরাঈ তে উনাকে পাওয়া গেছে।
নাম আবু তাহের।
তিনি আজ সকাল থেকে নিজ বাড়ির খোজ করতে এলাকার বিভিন্ন জায়গায় গেছে। তবে মুখে কোন কথা বলতে পারছেন না।
শারিরীক অবস্থা দেখে বোঝা যাচ্ছে তিনি প্যারালাইজড। তবে ইশারা ইঙ্গিতে যতটুকু বোঝা যায় তিনি নোয়াখালী ফেনীর সাইডের মানুষ।
পোশাক যথেষ্ট পরিষ্কার তাই আন্দাজ করা যাচ্ছে উনি সকালে বাসা থেকে বের হয়েছেন। হয়তো কোনও ভাবে হারিয়ে গেছেন।
এতক্ষণ চেষ্টা করে ব্যার্থ হয়ে উনাকে নাস্তা করিয়ে কয়েল জ্বালিয়ে একটা দোকানের সামনে টুলে ঘুমাতে দেওয়া হয়েছে। উনি বর্তমানে করেরহাট( হাবিলদার বাসা) মীরসরাই, চট্টগ্রামে আছেন।
কেউ উনাকে চিনে থাকলে যোগাযোগ করুন 01786233645
No Comment Yet!